ভেবেছিলাম ভুলে যাব ইতিহাসের কীর্তন
সুদীপ জ্বালিয়ে রাখব
বাঁশের মাস্তুলের লিকলিকে ডগা!


এখন দেখি
সুঁই সমান ছিদ্র পথে জল পতনের শব্দ
মহাসমারোহে নিয়ে এলো
ভাসমান চোখ;
মহাজাগতিক তেজস্ক্রিয়তা! এখন আমি
কী করি?
হাঁটি টাইটানিক পথ,
ভলকান ধরে আনি একাকিনী বসত গৃহ;
কেউ ভেজায়নি গুঁটি পোকা হাত
সবাই ভুলে আছে কালপুরুষ রাত
এক পাপীয়সী সময়ের জংলা পাখি
ভুলে গেছে  
আজন্মের শপথ!


আমি না হয় কিনে আনব পুতুল বউ,  
নকল জামদানি!
মালাকর যদি বিছিয়ে দেয় কাঁটা নদী;
তবে তুমি-আমি
কোথায় হাঁটব পথ? মরা গাঙে এই যে,
অকূল সাঁতার; হাসে বৈরাগী শপথ!!