দুর্গম আকাশের সিঁড়ি ভেঙে আচানক  
কোথা থেকে নেমে এলো অমাব্শ্যার এক রাত!  
কলির সন্ধ্যা না নামতেই উপচে পড়েছে  
হেমন্তের এক এলোকেশী চাঁদ !    
এতোদিনে বুঝতে পারলাম জাত সাপুড়ের
হরিহর আত্মা,
কেবল জানা ছিলো না, ভেজালের এই দিনে
কবিতাও ভেজাল!



দুটি একটি শব্দ জোড়া তালি দিয়ে যা ও
বানিয়ে দিতাম অলংকার,
তুলসী বনে বাঘিনী দেখে, তাও যে এখন
জ্বলে-পুড়ে ছারকার!
হয়ত একদিন গাঙচিল বিল ঠেকিয়ে দেবে
জনসাই হাওর,
বাওরী বাতাস দিয়ে যাবে বসন্তের ছবক;
তখন ফুঁসে উঠবে শুকনো পাতার মর্মর!



এখন তবে কে জাগাবে বেতুই বনের ধার
এখন তবে কে জ্বালবে হিজল পুকুর পাড়
আসবে কী কোনো মনচোরা হামিং বার্ড
আসবে কী সে? খুলে দিতে আমার অবরুদ্ধ দ্বার!!