একটু আগে মিসির আলী বেঁচে থাকলে--  
তারা খসতে না খসতেই খিলিপানে মুখ রাঙিয়ে  
বলে দিতো, এ যে ফাংশন!
এ যে জলের ঘরে বসত!    
নতুবা  
এমনি কোনো এক অবৈজ্ঞানিক আরোহ;
বলে দিতো-----  
এখানে অর্থহীন ইনপুট সেল
অথবা আউটপুট!
ভাঙাচোরা দৈব বাজখাই গলায়
আরও বলে যেতো, দেখছো না?    
এখানে বুদ্ধমত্তা হারিয়ে নির্বাক চোখে কেমন
তাকিয়ে আছে,
পঞ্চম প্রজন্ম!
বাস সংগঠন বলতে এখানে কিছুই নেই
অথবা
নেটওয়ার্ক কোনোভাবেই কাজ করছে না!  
অথবা
এখানে কন্ট্রোল ইউনিট
ঈশ্বরের চেয়েও বেশি ক্ষমতাশালী!
তাহলে-------- ???
এখানে এখন ওরস্যালাইন বড় বেশি প্রয়োজন
কোনোরকমে বাঁচিয়ে রাখো রাংসার জল!  
অথবা
নেটওয়ার্ক টপোলজির পুনর্বিন্যাস!
নতুবা এই জলের ঘরে বসতবাটি
সহসাই একদিন খুঁজে নেবে
রিসাইকেল বেন!
কেউ জানতে পারবে না
ট্রান্সলেটর, গ্রাফিক্যাল ইউজার অথবা
ইউটিলিটি সফটওয়্যার!!