এমন তো হওয়ার কথা ছিলো না---!!!  
ভেবেছিলাম গড়ে তুলব একটি সহমৌলিক ত্রিজোট,
তুমি, আমি আর সে! দুইশত তের!!  
বেশ তো সাড়া পেয়েছিলাম সেদিন যোগসিদ্ধ দুপুর,
প্রাথমিক গণপ্রস্তাব! খোলাবাজার নীতি!!
অতঃপর কোথা থেকে চলে এলো যুগল রেখা বন্ধনী;
আমি কোনো কিছুই এতোটূকু টের পাইনি,  
টের পাইনি তেরকাদায় কতোটূকু গড়িয়েছে নাবালিকা
সোমেশ্বরীর জল, তবু আমি নিরাকপড়া আকাশ সুদ্ধ
ধুলিকনা হই, বিক্ষিপ্ত সূত্রগুলো সাজিয়ে দেয় ইউক্লিড,
কোনোরকমে মাত্রাহীন স্বরবর্ণের মতো
ঠায় খুঁজে পাওয়া যায় কিনা বর্ণমালা; পাওয়া যায়
কিনা কোনো ফাঁকা উপসেট!  
সামতলিক জ্যামিতির মতো আঁকতে থাকি সরলদোলক
টূইটুম্বর আত্মবিশ্বাসে, কোনো ঘাটতি ছিল না স্বতঃসিদ্ধ,
অথচ কিছুতেই কিছু হলো না!
এখন আমি সমদ্বিবাহু ত্রিভুজের তৃতীয় বাহুর মতো
সাম্প্রদায়িক চেতনার শিকার!
কেউ স্বীকার করে না ভূমি, অংকিত মধ্যমার অনুলম্ব;  
নিভৃতচারী অপাংক্তেয় কবিতার খাতার মতো
সাঁঝের বেলা হয় আমার সকল অনুসিদ্ধান্ত;
অথচ এমন তো হওয়ার কথা ছিলো না!!