সেই কখন থেকে বসে আছি দূরবীন হৃদয়
বেশ কয়েকবার হাতে নিয়েছিলাম শব্দ জল
বাকরুদ্ধ জলের ঢেউ ছাড়া আর কিছুই শুনতে পাইনি!
একটা কবিতা নিয়ে এসেছিল ঘোটক আঁখি  
আমি তাও পড়তে পারিনি!
কোনোমতেই বুঝতে পারছি না  
আকাংখা, আসক্তি, যোগ্যতা ----!
তবু অপয়া শব্দে ভরে উঠে উঠোন, সদর দরোজা খুলে
দেয় অসমাপ্ত কবিতার খাতা!
জল বন্দী জীবন
ঘুমিয়ে থাকে জলের তলে
কেউ খবর নেয়, কেউ খবর নেয় না!!