এই তো সেদিন এক পুটলা অশুদ্ধ জল
মিশিয়ে দিয়েছিলাম গঙ্গার স্রোতে, পবিত্র হয়ে
ফিরেও এসেছিল সে;
আজ সেই জল আবার খুঁটে খুঁটে বের করে আনলো
এক কাঠ ঠোকরার ঠোঁট!
কুঁড়ে কুঁড়ে বের করে আনলো অনলের ডোর
এক বিবেকবান মহিষাসুর!  
একবারও ভেবে দেখলো না, কী লাভ তাতে?
বৈদ্য যদি কবরেজ হয়,
ঝাল মরিচ ঢেলে দিলেই যদি সালুন হয়;
তবে কোবতের মাথায় শুদ্ধ জল ঢেলে দেয়া ছাড়া
আর কোনো উপায় থাকে না!  
এখানেই শেষ নয়, বেদবাক্য দিয়ে গেছে
দোতলা মহাজন; উকুনও যে মাথার উপরে থাকে,  
হয়ত ভুলে গেছে সেই নিত্য বচন!