বিয়াল্লিশ বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর’পরে,
ক্লান্তিহীন আলোছায়া পথ----  
কোনো চাওয়া নেই, কোনো ক্লেদ নেই,
অনুযোগ-অভিযোগ তাও নেই;  
নেই তেমন কোনো বন্ধুর পারাবার!    


কেবল রাশি রাশি পাওয়া আছে
প্রিয়ংবদা কথা আছে, আশা আছে,
ভালোবাসা আছে,
বিশ্বাসের শক্ত শেকড় আছে----!  
আকাশের দিকে মুখ তুলে কেবলই ভাবতে থাকি,  
না চাইতেই যদি
এতো যে বৃষ্টিজল, এতো যে মুঠো মুঠো সুখ ফল!
কীভাবে কৃতজ্ঞতা জানাই তোমার তরে!


এই যে আকাশ, এই যে ধ্রুব দা,
এই যে পদ্মা, মেঘনা, যমুনা  
এই যে আমার স্বাধীন নিঃশ্বাস,
এই যে আমার মুক্ত সবাক বর্ণমালা;
আমার কেবলই মনে হয়  
সব, সব, সব---  
সবই যেনো তোমার অপার করুণা!!