আর কতো চেয়ে চেয়ে দেখতে হবে, শব্দেরা বিনাশ্রম হেঁটে যায়---  
নীরবেই চলে যায় জলপাই;
দু’আনার কড়ি হিসেব লিখে রাখে না।
রোজ রাতেই পদ্যরা আসে, পদাবলীও আসে
অভিসারিকা পদভার,  
কবিও সংগোপনে চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে থাকে  
তারার মিছিল গুনে রাখে, পৃথিবীর কিছু আসে যায় না!


দৈব-দুর্বিপাক ঘটায় প্রমাদ, পাঠকের চোখ ধূলিকণা দেখে না;
এখনও ঠিক করতে পারে না
নৈশব্দের বেসুরো গজাল,
টেবিলের একপাশে পড়ে থাকা কবিতার
খাতার মতো সব কিছু মনে হয় নির্ভেজাল!  
জানি এ আমার দৃষ্টিভ্রম
নয়ত আরও বড় কিছু!
হতে পারে মতিভ্রম অথবা তার কাছাকাছি কিছু!


সম্পর্কের মায়াজাল ডেকে আনে হিউমাস
স্তনের বৃন্তে ঘুরপাক খায় অংকুর প্রেম! খানদানি রীতি প্রেমপত্র বুঝে না।
পাঠকের মৃত্যু হয়।।