সেদিন রেসকোর্স ময়দান জনারণ্য ছিলো
পুরো আকাশ তাকিয়ে দেখছিলো
কামিনী বাতাস উদ্দাম হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলো
হঠাত ইথারে ভেসে এলো বজ্র নিনাদ
স্বাধীনতার সূর্য স্মারক!!


সহসাই চেতনার ফুলকি সর্বত্র বিচ্ছুরিত হলো
৫৫ হাজার বর্গমাইল কেঁপে উঠলো
গুরুগম্ভীর কণ্ঠে আকাশ-বাতাস মথিত হলো
সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখলো
কিভাবে একটি মানচিত্রের জন্ম হলো
কিভাবে একটি স্বাধীনতার গল্পের সূচনা হলো!!  


ঘরে ঘরে দুর্গ তৈরি হলো
যার যা আছে কুন্তি-কুড়াল, তাই নিয়ে রাস্তায় নেমে এলো
অদম্য মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়লো
স্বাধীনতার গল্পটা মাত্র নয় মাসেই লেখা হলো
ভাষণটা ইতিহাস হলো
লাল-সবুজের পতাকাটা আঁকা হলো
বাঙ্গালির অমরত্বের মহাকাব্যটা মহানায়কের
হাত ধরেই লিখিত হলো!!