মায়ের আঁচলের গিঁটে এক মুঠো সুখ বাঁধা ছিলো
সেই দাদা-পরদাদার আমল থেকেই নিরবচ্ছিন্ন দেখে আসছি,  
অতঃপর বাবার আমল! তাও চলছিলো বেশ;  
এখন তবে কী হয়েছে? কেবলই খসে পড়ছে সুখের পলেস্তরা!
অবাধ্য তারা খসার মতো
ধুমকেতুর অনায়স পতনের মতো
সুখ গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিচ্ছিন্ন জলের মতো!  


কেনো এমন হলো?
কেনো বদলে গেলো সুখের সংজ্ঞা?


সুখ নামক শুকপাখিটার দাবী মেটাতে ভেঙে গেলো যৌথ পরিবার!
শুরু হলো একক পরিবারের চাষ,
এখানেও সুখ নেই! উচ্চ ফলন নেই।  
এরপর তবে কী হবে?