তুলতুলে গালে সে বায়না ধরেছিলো,  
একটা কবিতা নিখে দাও না বাবা! মাত্র তো একটা কবিতা!
বেশ আর যায় কোথায়?
রাজ্যের যতো ভাবনা-দুর্ভাবনা আছে সব এসে এক সাথে
হাজির হলো। কোনটা রেখে কোনটাকে গিনিপিগ বানাই
কিছুতেই বুঝতে পারছিলাম না।


মাল্টিন্যাশনাল কোম্পানির চাকুরিটা ক’দিন আগে খোয়া গেছে,  
কাজ নেই!
মালিককে কোনো দোষই দিতে পারিনি।
এরপর একটা কাজের খোঁজে রাস্তার জল কম খাইনি,
কোনো কাজই হয়নি!
সবাই লিখে রেখেছে, কর্ম খালি নেই!
তাদেরও কোন দোষ দিতে পারিনি;
সব দোষ একা আমার
সব দায়ও একা আমার, আর কারো কোনো দায় নেই। দোষও নেই।


শেষ পর্যন্ত কোনো ভাবনাই গিনিপিগ হয়নি
এই বিষয়টা শুধুই পাঠকের হাতে ছেড়ে দিলাম
তবে কষ্ট একটা আছে বাবুর বায়নাটা পূরণ করতে পারলাম না!!