গেলো একটা বছর পান্তা-ইলিশ খাইনি
ইচ্ছে ঘুড়িটা  ইচ্ছে করেই
আজকের দিনের জন্য তিন তলা শিকে বন্দি করে রেখেছিলুম!
কী লাভ হলো তাতে?
ভুঁইফোঁড় বাজারের আগল ধরে দাঁড়িয়ে আছে
চওড়া মাথার ইলিশ!
দাম খুব বেশি নয়, আমার ক্রয়সীমার বাইরে!
তিরিশ বছর ধরে দুই পায়ে তিন চাকা ঘুরাই,
এখন আর চাকা ঘুরতে চায় না, মাথা ঘুরে!
এক গাঁদা গরুর পাল সারাদিন দু’হাতের দিকে চেয়ে থাকে।
অনেক সময় শূন্য হাতে ঘরে ফিরি
বুকও ফাটে; মুখও ফাটে!!  
কিছুদিন ধরে মৌমাছির মতো সঞ্চয়ী হয়েছিলাম,
একটা ইলিশ কিনব বলে; কিনতে পারিনি।
এখন খালি হাতে বাড়ি ফিরছি,  
কেউ দেখেনি!!
ডিগবাজি জীবন ডিগবাজি খেয়ে খেয়ে চলে
আর আমার শূন্য হাত জীবনেরই কথা বলে!!