ও সখিনা, ও সখিনা--------  একবার চেয়ে দেখো
আমি তোমার মজনু সোনা, মনের খাতায় লিখো !  

ডাহুক বেলায়, আমি সেই কখন থেকেই দাঁড়িয়ে আছি, চাই যে কবিতা সুখ  
দেখো, আরও মিষ্টি লাগছে যেনো, ঘোমট আকাশের মতো তোমার ওই মুখ!  

দেখছো না শরত কেমন করে বুকের উপর নিয়েছে ঠায়
মূর্খ বাতাস সেও বুঝে, কেবল তুমিই কিছু বুঝ না হায়!

আঠার বসন্ত গড়িয়ে যায়, এখনও চাইনিজ তালা ঝুলিয়ে রেখেছ এই মনে
জানো, ফেসবুকে কতো মেয়ে মেসেজ পাঠায়, প্রেম করতে চায় মোর সনে!

উত্তরে বাতাস আঁকুপাঁকু ডাকে, হেসে হেসে খুন হয় কাশফুল
সাগর জলে জোছনা উছলায়, আর কবে ভাঙবে মনের ভুল!  

লতা-পাতা সবাই জানে আমি এখনও আনকোরা, এখনও শিখিনি সাঁতার
ক’দিন মোটে আছে বাকি, দালাল বলেছেন সব রেডি- চলে যাব কাতার!

কৃপণ বাপের যক্ষের ধন আর রেখো না আগলে
একটা মোবাইল পেয়েই যাবে, একটু খানি রাগলে!

সেখান থেকে রোজই মেসেজ দেবো, ইমেইল দেবো, করবো নিত্য চ্যাট
দোহাই তোমার, দোহাই আমার, দোহাই আল্লাহর, আর হয়ো না ফ্যাট!

সবাই জানে আমি কবি, ছন্দ মাত্রার কোনোই জ্ঞান নাই
তবুও আমি সবার আগে,  তোমার একটি লাইক চাই!!