গুলিটা কমরেডের বুকে লেগেছে
উনি পিঠে লাগতে দেননি, এখনও তাঁর দু'আঙ্গুলে
বিপ্লব আছে!

একদিন কমরেড আবার ফিরে আসবেন
আবার বুক পেতে দিবেন নির্ভীক
খুন রাঙা পথ আবার খুন রাঙা হবে
আবার যেখানে অবিচার সেখানেই বিপ্লবের জন্ম হবে --!

এমনি করে তাঁর আঙ্গুলগুলো একতারা হবে
দোতারা হবে
এমনি করে তাঁর ট্রিগারও একদিন কবিতা হবে
এমনি করে একদিন ঘুম ভেঙে
আমজনতা জেগে উঠবে!

একদিন সবাই তাকে লাল সেলাম জানাবে!!