একটা বিষম রাত লাফাতে লাফাতে নেমে আসছে
প্রতি কদমেই পাড়ি দিচ্ছে এক একটি প্রেম পৃথিবী!
সেই প্রেম, যেই প্রেমের কোনো চাল চুলো নেই
আপাদমস্তক জুড়ে শুধু চুলকানির মাদক সুখ আছে!

ছেঁড়া দ্বীপে আমি সেই প্রেম কিনতে গিয়েছিলাম
আমার একহাতে একটি কবিতার বই ছিলো
আমার আরেক হাতে একটি কলম আর একগুচ্ছ
রজনীগন্ধা ছিলো; নিজেকে উজাড় করে আমি আমার
এসব কিছু দিতে চেয়েছিলাম----
তবুও
আমি এমন একটি সারস প্রেম কিনতে চেয়েছিলাম!

সেবেলা আমি কতো জনে ধন্যা দিলাম
বিফল মনোরথ হয়ে এক সময় সাগরের ঢেউ হতে
চেয়েছিলাম, সামুদ্রিক ঝড়ে উপড়ে পড়া গাছ হতে
চেয়েছিলাম, জোয়ারের জলে ভেসে আসা মাছ
তাও হতে চেয়েছিলাম
তবুও
আমি
এমন একটি সারস রাতের প্রেম কিনতে চেয়েছিলাম!!