হে শেষ শরতের মিঠে রোদ,
একটি বার ভালোবেসে দেখো ---
এক আঙুলের চারটি কড় গুণার আগেই আকাশ কিনে নেবো
বসন্তের সব বাতাস, তাও পাইকারি দরে আগাম বেচে দেবো
আলু পটল কিনতে পারি না তাতে কী!
আসছে শরতে যদি দু’আনা লভ্যাংশ পাই
তা দিয়ে না হয় একটি ভালোবাসা মাপার বাটকারাও নিয়ে নেবো !
হররোজ সকাল –বিকাল
থার্মোমিটারে জ্বর মাপার মতো আমরাও ভালোবাসার ওজন নেবো!
লোকেরা হাসবে
কেউ কেউ পাগল বলবে
তা যতো খুশি হাসুক, তাদেরও না হয় দু’একটি আকাশ দেবো !!
সেই আকাশে আমরা সবাই ভালোবাসার জল চাষ হবো!!