সারা দিবস মঙ্গল দীপ জ্বেলে রেখেছি
রাতের জন্য এতোটুকু বাকি রাখিনি!
সারা দিবস কায়মনে  কামনা করেছি
দূর হউক সকল ডান-বাম  
আঙুলের কড়ে গুনেছি ইষ্ট নাম
রাতের জন্য আর কিছু বাকি রাখিনি!  

কিছুক্ষণ আগে রাত এসে দেখে
আমার শুন্য হাত ,
অথচ
এই হাতে আবার শুরু হবে কাল
উর্বশী প্রভাত!

যদি আমি হই সৃষ্টির সেরা মানুষের জাত  
তবে আমার কিসের এতো জাত-পাত!!