মুখ ঘুরিয়ে একবার তাকিয়েও দেখলো না দেনাদার আকাশ
পাওনাদার আজন্ম বসে আছে ভাঙ্গা পিঁড়ি, মরমর ইতিহাস
সেও দু’চোখ বুজে আছে রাঙতার কাজল, বোধ-বুদ্ধি হারিয়েছে
খেলাঘর,  শব্দঘর তারাও! আর
মুদ্রণ যন্ত্রের দিন,  সেও শুনেছি পিপার স্প্রে হয়েছে!!  

তাহলে জালি লাউয়ের লকলকে ডগা হই
চকচকে বুটিদার জরি হই
অশুদ্ধ বাতাসে সোমেশ্বরীর সাতকাহন  হই
অথবা
এইসব দিন রাত্রির রৌদ্রকরোজ্বল কুয়াশা হই
তাহলে পাওনাদার আমার টিকিটিও খুঁজে পাবে না!

একদিন যে বোধ-বুদ্ধি হারিয়েছিলো উদ্বাস্তু কালি ও কলম
সেকথা যেমন কেউ মনে রাখেনি
শৈল্পিক  গুঁটিবসন্ত যে একদিন জলবসন্ত হয়েছে  
তাও যেমন কেউ মনে রাখেনি, তেমনি আমাকেও ভুলে যাবে
শীতের পাওনাদার!!
তবে কী বসন্ত আসবে আবার??