কোনোভাবেই মিলাতে পারছি না হিসাবের পাঁচ আঙুল
রোজকার মতো এখনও বিকেলের চৌকাঠ মাড়িয়ে রাত আসে
রানার চায়ের স্টলে যেমন রাত আসে  
রিয়াজের চায়ের স্টলেও তেমনি রাত আসে
কখনও কখনও ভাঙাচোরা আধোয়া ফুটপাতেও রাত আসে
চিনি বিহীন এক কাপ নিরামিষ চা---
যেমন একদিকে আমার ঋণের বোঝা ভারী করে  
আরেকদিকে বিপ্লবের পাগল ভাইটার মুখে একমুঠো নুনভাত
যোগান দেয়; ব্যাঙের জীবন চক্রের মতো
এ যেনো আমার শূন্য পকেটের অমিত জয়োল্লাস!

শূন্যের পিঠে কতো শূন্য দিয়েছি
কোনো জীবন তৈরি হয়নি
কোনো বক্ষমান ডিজিট হয়নি
কোনো মূর্তিমান পিরামিড তাও  হয়নি
কেবল দশ দিক থেকে সব শূন্যতা এসে ঘিরে ধরেছে!

তাহলে কি এই শূন্যতাই জীবন মৃত্যুর চাবিকাঠি??