একদিন একটা বারুদ পাহাড় ছিলো মনের কোলজ জুড়ে,
মাঝে মাঝেই সেখানে হিসহিস আওয়াজ নাকাড়ার মতো
বাজিয়ে যেতো, তখন বাঁধ ভাঙা জলের মতো বর্ণমালারা
ফুঁসে উঠতো!
যেনো চিড়ে ভাঁজার মতো মচমচ করে চিবিয়ে খাবে সকল
মুদ্রিত অবিচার, যেখানেই তামাশা নদীর পাড় ভাঙবে-- --
সেখানে দাঁড়িয়ে যাবে হিমালয় পাহাড়; যেখানেই ধর্ষিত
ঘাসের আর্তনাদ বিউগুলে মূর্ছা যাবে, সেখানেই দামামার
সুচনা হবে!

অথচ
এখন মনের ভেতর কোলজ আছে ঠিকই, কেবল বারুদ নেই;
অকুতোভয় ওই জায়গাটি এখন ভয় কাতুরে নিঝুম দ্বীপের
আয়েশি হাতের নাচের পুতুল; সবকিছু চিনে রাখে, মুখ ফোটে
কিছু বলে না, চেতনেও না, অবচেতনেও না; দামাল বৃষ্টির
বড়ো বড়ো শব্দ এখন গ্রেনেড হয়েছে!

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে ক্ষুদিরাম হাসতে হাসতে জীবন কিনে
নিলো, সে হয়ত জীবনের কোনো অর্থই বুঝে না!!