কেউ জানলো না, জানতেও চাইলো না
কীভাবে একটি জ্যান্ত বৃক্ষের সবগুলো পাতা
একসাথে শব হলো
অতঃপর -------
পৃথিবীর রোজনামচায় যোগ দিলো আরও
একটি নতুন পালক,
একদিন পঙ্গপালের পাখা গজিয়েছিলো
কেউ জানলো না তারও মরিবার সাধ হয়েছিলো!

সেদিন বলেছিলাম ভালোবাসা কিনতে পাওয়া না
আজ বলছি,
ভালোবাসা কিনতে পাওয়া না গেলেও জোর করে
পাওয়া যায়!
আমার কথা শুনে  
কেউ কেউ হাসতে হাসতে খুন হয়
আমার হাসি না, আমি হাসতে পারি না
আমি কেবল ভালো বাসতে পারি ......!