সেই কোন্‌ আমলে, যখন চোখের জল
নাকের জল এক হতে সময় লাগতো না,
তখন পড়েছিলাম মুখ ও মুখোশ!
স্মৃতিরা এখন অন্ধের মতো কানামাছি
খেলে, মাঝে মাঝে মনে হয়
"মূক ও মুখোশ"!
সে যাই হোক এখন আমি অনেক কিছুই
চিনতে পারি না,
না মুখ
না মূক
না মুখোশ!