মধ্যবিত্তের রূপকথা এখন কথায় কথায়  উপকথা হয়,
দুর্লভ  ইচ্ছে নদী সেও
এখন প্রায়ই মধ্যসত্ত্ব ভোগী হতে চায়; উৎপাদনকারি
থেকে খুচরা বিক্রেতা, আমি রাস্তার বাতি আর চাঁদের
আলোর কথা বলছি;
আমি শ্রদ্ধেয় শ্রমদাসের কথা বলছি
ইতিহাস যাদের কখনও দু’পায়ে ঠায় দেয়নি, আমি
তাদের কথা বলছি!

আমার দুটি শহর, একটিতে চব্বিশ ঘণ্টা-ই রাত থাকে  
আর একটিতে কখনও রাত নামে না, দিনের পর দিন
এই শহরে  জোছনা আসে না, শেষবারের মতো কখন
সেখানে ভোর হয়েছিলো, তা কেউ বলতেও পারে না;
আমি দিনের শহরের রাস্তা দিয়ে রাতের শহরে হাঁটি,
সেখানে রাস্তা বড় হয়,খুঁড়াখুঁড়ি হয়,আমার দুই পা ধরে না!
আমি এখন আমার কথা বলছি!

মাটি শুদ্ধ করে যারা ইতিহাস ফলায় আমি তাদের কথা
বলছি!!