বেশ আছি শীতের সাথে সহবাস, সে যেনো আমায়
স্বর্ণলতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে রাখে, ঠিক
যেনো প্লেটোনিক লাভ; লেপের ভেতর শকুন্তলা, সেও
হাঁসফাঁশ করে, তবুও মাধবী লতার মতো জড়িয়ে
রাখে; আমি জানি প্রেমে কোনো ব্যর্থতা নেই, তবুও
বর্ণবাদী শীত এই সব প্রেম টেম মানে না!!  

শুনেছি বাবুদের শীত নেই, ওপাড়ায় ওরা যেতে পারে
না, স্বপ্ন আর বাস্তবতা সূর্যোদয় আর সূর্যাস্তের মতো;
সারাটা দিন তবুও কোনোরকমে হামাগুড়ি দিয়ে চলে,
এরপর নিশি রাইত অয়, সে আর কোনোমতেই চলতে
চায় না;  আকাংখা আর বহুমুখী চেতনা ছাড়িয়ে তখন
বড় হয়  তাপসী উপোষ বেলা!!

আজ এই বেলায় বড়ো জানতে ইচ্ছে করে জীবনানন্দ
তুমি কোথায়? দীক্ষা নিয়েছিলাম মুক্তির আশায়, এখন
দেখি দু’জনেই পরাধীন স্বাধীনতার পাটাতনে; এই বেলাও
আমার শীত শীত দেখি---- ওই বেলাও আমি শীত শীত
দেখি, তারচেয়ে আমি বসে বসে শীতের কবিতা লিখি!!