পানপাতা কাছাকাছি, যমজ প্রেম ওড়ে  
প্রথম রিকশা, দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক ঘুরে;  
এখন বসন্ত, হোটেল আমির ইন্টারন্যাশনালে!
প্রথম প্রথম বিনয়ী সদালাপ
হাতে ধরা একটি তরতাজা ফুটন্ত গোলাপ  
এরপর ব্রহ্মপুত্র কাশফুল
জিবের জল লুটায় নিউ সিলভার ক্যাসলে!


অতঃপর গাঢ় লাল সন্ধি, সমাস ফিকে লাল হয়
বৈয়াকরণ খুঁজে দেখি মিছে সব পদ্মা পাড়ের
ভাঙন, হাতের রেখার মতোন বদলে যায় দিনের
জোছনা, ঘুমহীন চাঁদ অনুভব করে জ্যান্ত গম্বুজ;
নাড়ীর ভেতর আরেক নাড়ী নড়ে  
চাঁদের মাথায় আসমান ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে!!