আর কতোটা বসন্ত এলে তুমি আসবে?
কতো কোকিল ডেকে গেলো, দিয়ে গেলো
সুর, কতো কথা গান হলো, কতো কবিতা
নৈবেদ্য হলো, কতো নিষ্প্রাণ ছবি প্রাণ
পেলো, তবুও তুমি আজও দূর, বহুদূর--!

তবে কি উপমার পর উপমা দিয়ে ঢেকে
রাখবো বিরহের জল পাহাড়? আধুনিক
কবিতার ছল করে ফিরে যাবো মধ্যযুগ?
তবে কি লোহার শিকলে বন্দি করে রাখবো
এই প্রজাপতি বুক?

কে শোনে কার কথা?
মনে রেখো আমি নিজেই এখন তথাকথিত
আধুনিক যুগ!!