রজনী ঠিক ঠিক ভোর হয়েছিলো
বাতাসেও খুঁজে পাইনি অভব্য দহন
অথচ
হঠাৎ করে কালো হয় সুনীল দিন!

পোড়ামন আরও পোড়া হয়  
হাজার বছরের একদিন কিছুতেই
শেষ হয় না!

আকাশ পানে চেয়ে আছি তুলি শূন্য
হাত; ধন নয়, পণ নয় ওহে দয়াময়
দাও একটি সুন্দর প্রভাত!!