এখানে
কতো কবিতার লাশ পড়ে থাকে
কেউ তাকিয়েও দেখে না
ছুঁয়ে দেখা তো আকাশ কুসুম!
রোজই
ধ্বংসস্তূপের ভেতর জমাট বাঁধে ভোরের
দীর্ঘশ্বাস!

অতঃপর
ক্লান্তদুপুর পেরিয়ে বিকেলও আসে
লাশের সারি দীর্ঘ হতে
আরও দীর্ঘতর হয়
সন্ধ্যাবাতি জ্বলে আর নিবে
এ জন্মের ঋণ আর শোধ হয় না!!