ইতোমধ্যে অনেক কবিতা প্রসবিত হয়েছে
তবুও পোয়াতি মায়ের প্রসব উত্তর ব্যথা এতোটুকু কমেনি
আমি একটুও চমৎকার হইনি
যখন দেখি লেলিহান আগুনের বিষে নীল হয়ে যাচ্ছে
বসত ভিটার নামে খড়ের গাদা, কাঁচা মাটির ঢেলা,
লতা-গুল্ম, এতিম বৃক্ষের অরণ্যে রোদন-----
আমি সাঁওতাল পল্লীর কথা বলছি না
আমি আমার কিছু প্রাগৈতিহাসিক কবিতার কথা বলছি!!


ওরা সবাই মিলে এতো এতো চিৎকার, চেঁচামেচি করলো
অথচ আমরা কেউ কিছু শুনতে পাইনি
আকাশ শোনতে পেয়েছে
বাতাসও শোনতে পেয়েছে
কেবল
আমরা কেউ কিছু শোনতে পাইনি
আমরা কেউ কিছু দেখতে পাইনি
আমাদের চেতনা আমাদের দেখতে দেয়নি
আমাদের চেতনা আমাদের শোনতে দেয়নি!!


আমি সাঁওতাল পল্লীর কথা বলছি না
আমি আমার প্রাগৈতিহাসিক কিছু কবিতার কথা বলছি!!