এখন আমি আর কিছুই চাই না
তবুও আমার উপর চেপে বসে আছে
শম্বুক গতির সময়!


সেই কবে শুরু হয়েছিলো কাঁচা সড়ক পথে হাঁটতে হাঁটতে
অতঃপর আধাপাকা, পাকা------
আর এখন চিত্রলেখা--- সর্বসমেত রাজপথ
পোড়া মাটির জমিনে নানা রঙের নকশি আঁকা!


সেসব এখন আমি আর চাই না!


যেখানেই গাছের ছায়ার উপর দিয়ে হেঁটে গেছি
সেখানেই দেখেছি কেবল মৃত্যুর মিছিল
ঝরাপাতার পর ঝরাপাতা, ছায়ার উপর কেবল ছায়া
এসব দেখে দেখে শুধু মায়া বাড়ে
ক্ষয়জাত পর্বতের মতো আমার হুশ ফেরে না!


তবুও আমি বিশ্বাস করি
সব বাসা ভেঙে পড়ে, ভালোবাসা ছাড়া
তবুও পায়ের আওয়াজ পাওয়া যাবে ভেবে কান পেতে রাখি
কিন্তু পাওয়া যায় না---!!


এখন আমি আর কিছুই চাই না!!