বহুদিন ধরে বানিয়াতি রাস্তার পাশ দিয়ে
অচলা মাটির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটি
মাটি টের পায় কিনা বলতে পারি না
তবে আমি টের পাই না
আমার বুক কেবল ধুঁক ধুঁক করে----!


এতোদিন ধরে যে কথাটি কাউকে বলিনি
সযতনে লুকিয়ে রেখেছিলাম মনের মন্দিরে
আজ এতোদিন পরে
যখন একবার মুখ তুলেছি সম্মুখ সমরে
যখনই ও পোড়া চোখ পড়েছে তোমার চোখে
টলতে টলতে আমি পড়েই যাচ্ছিলাম প্রায়
বুঝতেই পারছিলাম না আমি কী দেখেছি
শুধু বুঝতে পারছিলাম
আমি তো এক সাগরে ডুবে মরেছি----!


অতঃপর
আমি ভুলে গেছি পৃথিবীর সব ভাষা
মনে মনে কতো করেছি আশার বাসা
শুধু একবার --- আর একটি বার
এখন আমার দুসমন্তের পোড়া কপাল
কাটে না সকাল, কাটে না বিকাল
একা একাই ঘুরে বেড়াই খাল পাড়, ঝিল পাড়!


এখন আমি একবার জোনাকির দিকে তাকাই
আর একবার নক্ষত্রের দিকে
তাদের মিটমিট ওই আলোতে
আর একটিবার যেতে চাই ওই সাগরের কাছে
ওই চোখে চোখ রেখে
তোমাকে আমার কিছু বলার আছে!!