সারাটা দিন ঘরবন্দি হয়েছিলাম
মন তো বন্দি থাকেনি!
সে একবার এপাশ করে
আরেকবার ওপাশ ফিরে;
কখনও শরীর চেনে
আবার কখনও শরীর চেনে না
তবুও আমি বালিশে
মাথা না রেখেই ঘুমিয়েছিলাম!


স্বপ্ন আর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েছিলাম
সেখানেও আমি কোনো এক অচেনা প্রাণী
স্রোতের বিপরীতে দাঁড়টানা নৌকার মতো,
মিশন আছে
ভিশন নেই
খোলা জলের মতো আমিও খুব কমদামী!