সবে সন্ধ্যা বাতি সংজ্ঞা ফিরে পেয়েছে
তখন-ই দেখি বাচ্চু ভাই আগুন জ্বালাইছে, সেই
আগুনে পুড়ছে গাছের পাতা পাকা ও আধা পাকা,
পুড়ছে কাগজ, পলিথিন ইত্যাদি, ইত্যাদি!


আমার কাছে মনে হয়েছে পুড়ছে আমার সন্ধ্যা,
পুড়ছে আমার বাড়ন্ত নগর, পুড়ছে জমাট প্রহর;
যে কিনা এখন আমার কিছু পোড়া ভাবনার মতোন;
সারাদিন-ই পিছু পিছু লেগে থাকে!
ধোঁয়া উড়ে, পুড়ে পুড়ে গন্ধ তিতো হয়
যদিও আমার নাক এখন একরকম আটকোরা
তবুও নিস্তার নেই বাচ্চু ভাইয়ের অগ্ন্যুৎসব থেকে!


যদিও যদি, তবে-তে আমার খুব একটা বিশ্বাস নেই
তবুও না বলে পারছি না অবলা মশাদের বদলে
যদি সেই আগুনে ছাই হতো ঘৃণা, বিদ্বেষ, কাম, ক্রোধ,
লোভ, অহম, কাল কেউটের ফণা,
তাহলে আমার বলার কিছুই ছিলো না!


আগুন জ্বলছে -- আরও জ্বলুক---- আরও----
জ্বলে যাক, আগুন জলে পুড়ে পুড়ে খাক হয়ে যাক
সকল অশুদ্ধাচার, বৈরি শীতল বাতাস;
পুড়ে যাক ঈশান, নৈঋৎ, প্রতিটি দুর্বিনীত প্রভাত,
পুড়ে যাক অন্ধকার রাত সকল দুর্বৃত্তের কসাই হাত!!