অনেকদিন সূর্যের মুখ দেখি না....
খুব সম্ভবত চাঁদেরও, আমি অসুস্থ হওয়ার আগে
সুস্থতার কথা বলছি। বোঁটাছেঁড়া শত গোলাপের
মাঝে একটি সংযুক্ত বোঁটা গোলাপের কথা বলছি!


তবুও গাঁটছড়া বাঁধা হউক কিংবা না হউক
সূর্যের উদয় আর অস্ত যেমন থেমে থাকে না
একই ভাবে থেমে থাকে না চাঁদের চাঁদপনা!
দুঃখ আছে বলেই জীবনকে জীবন মনে হয়
তাই বলে আমি দুঃখবাদীও নই
আমি সূর্যের কথা ভাবি
আমি চাঁদের জোছনা জলে অবগাহনের কথা ভাবি
আমি চোরের মতো ভোরের পাখির কথা ভাবি!


মাঝে মাঝে একা এলন্যানোর মতোন পৃথিবীর
পাশের গ্রামে থাকি, তখন কেউ আমাকে স্পর্শ
করে না.... উপেক্ষার পর উপেক্ষারা ডাহুক হয়;
আমিও তখন ফেরারি কৈশোর ফিরে পাই
তখন আর সবকিছু আমার কাছে গৌণ মনে হয়
তখন আমি বসন্ত-কেও বলি, থাক না ওসব...
আমার এখন আর চশমার কোনো প্রয়োজন নেই
আর প্রয়োজন নেই বিত্ত, খ্যাতি, নাম-দাম
আনি বেশ ভালো আছি পৃথিবীর পাশের গ্রাম...!  
--------------------------------------------