অবশেষে খোলস ছেড়ে বেরিয়ে আসছে
আমার একরুম ভর্তি বিশ্বস্ত রাত
কলাপাতারা বলল,
আমার আঁধার, আর তার এখন প্রভাত!


পানকৌড়ি, ডাহুক ওদের মতো সেও এখন
যেখানে রাত হয় সেখানেই দেয় কাত!


সে ভালোবাসা খুব বেশি বুঝে....
বুঝে তেলের ডিব্বা ভরা কবিতার ছন্দ
তবে তারচেয়েও বেশি বুঝে স্বার্থের দুর্গন্ধ!


আমি তেমন কিছু বুঝি না
পথের দুপাশে খুঁজে বেড়াই সুখের পুদিনা.!