আবারও সেই একই পুরাতন রোগ...
দাঁড়কাক চেটেপুটে খায় রাজভোগ
তবুও মন থেকে নামে না পাহাড়ি ঢল
কথায় কথায় বাড়ে দুর্বৃত্ত জল!


যেই জলের রং নেই আছে মোটামাথা
রোদ নেই, বৃষ্টি নেই, হাতে ধরা ছাতা
এখানেই শেষ না আছে আরও ইতিহাস
দেশটা গিলে খেলো গুটিকয় পাতিহাঁস!


বাকিরা সবাই আহত ঘোড়ার আণ্ডা
মুখ খুলছে না, পেঁচিয়ে ধরবে ডাণ্ডা!
তবুও দেখো দেখি কী মজার কাণ্ড
যেমন খুশি খেয়ে নে মায়ের হাতের ভাণ্ড!