অনেকদিন বুকফাটা আগুনে রোদ দেখতে পাই না..
দেখতে পাই না বোধ, সুবোধ, প্রবোধ
আমি চাই কিছু উড়নচণ্ডী রোদ উড়ুক.. জ্বলে-পুড়ে
খাক করে দিয়ে যাক দুরাচার এজিদের প্রতিরোধ!


আর মর্সিয়া চাই না, আর চাই না দুঃখ-শোক
যেখানেই অবিচার সেখানেই হোক প্রতিরোধ, প্রতিশোধ
শেকল ভাঙার উঠুক রোদ...উঠুক বুকফাটা রোদ!


এখনও দেখি এজিদের হরিহর আত্মাদের আনাগোনা
এখনও তাগুতের পায়ে দলিত হয় লাখো স্বপ্নবোনা
আর চাই না সান্ত্বনা, আর চাই না প্রবাসী প্রবোধ
জালিমের বেড়াজাল ভেঙে দিতে রোদ চাই রোদ!


আর কোনো আহাজারি হবে না, ছেড়ে দেওয়া হবে
না নির্বিবাদ; মুষ্টিবদ্ধ হাত জেগে উঠুক....মানবতার
দুশমনদের বিরুদ্ধে চলুক দুর্বার, দুর্নিবার  প্রতিরোধ!!