স্বাধীনতা নামের উড়ন্ত পাখিটির কথা ভাবি
কিছুদিন পূর্বে যে চেচনিয়ায় ছিলো, অতঃপর
বসনিয়া-হার্জেগোবিনিয়া, পূর্বতিমুর....হয়ে এখন
আন্দালুসিয়া!
কে জানে
এরপর কোথায় সে খুঁজে নিবে তার নতুন ঠিকানা?


অথচ খুবসুরত স্বাধীনতার জন্য সবাই গোনে
আজীবন অপেক্ষার উষ্ণীষ প্রহর,
সর্বত্র সমান তালে চলে গাছ-পাথর, সমহর;
একটা সময় খতিয়ান পৃষ্ঠা ছিঁড়ে ছুঁড়ে আয়লা হয়
তবুও সে যেনো কারো পরিত্যাক্ত সম্পদ নয়
নয় কারো পৈতৃক সূত্রে পাওয়া দৈব ক্যালকুলেটর!


আমি ফিলিস্থিনের পিউপিলদের কথা বলছি না
আমি তিব্বতের পিপিলীকাদের কথা বলছি না
আমি আরাকানের বন্যদের কথাও বলছি না
আমি মিন্দানাও দ্বীপের কোনো কথাও তুলছি না
আমি অথৈ জলে ভাসতে থাকা আমার কথা বলছি
আমি তোমার কপালের ম্রিয়মাণ লালটিপের
কথা বলছি!


স্বাধীনতা, আমার প্রিয় স্বাধীনতা-----
আমি তোমাকে যতোবার আমাকে ভালোবাসতে বলেছি
তুমি আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছো,
আমি পারবো না, আমি পারবো না.....!
আমার প্রিয় স্বাধীনতা,
তবে কি আমার, বাধ্যতামূলক মেনে নিতে হবে
তোমার অধীনতা...........আমার পরাধীনতা...?
তবে কি তুমিও আমার সেই অধরা বিপ্লবী কবিতা?


স্বাধীনতা, তবুও আমি করি আবশ্যিক আবেগের চাষ
বৈকুন্ঠের মতো তোমাতেই আমার আজন্ম বসবাস!!