কে জানে না কালের অতল গহ্বরে কতো দীর্ঘশ্বাস...
তবে কি ওরাও স্বঘোষিত কবিদের মতোন ভালোবাসে
বেদনা বিলাস?
আজকাল কাকেরা তেমন একটা ভালো নেই
নিখোঁজ অথবা গুম হওয়া শব্দেরা যেমন থাকে সেই!


আগ্নেয়গিরি থেকে যে ভালোবাসা অগ্নিস্ফুলিঙ্গ হয়
দেদার দায়ে সেই ভালোবাসাও বিক্রি করতে চায় জোহরা
তবুও আসছে ঈদের বায়না মেটাতে দিয়ে যায় মহড়া!


অসংকোচে বিকিয়ে দেয় পাণিনির প্রথম ব্যাকরণ
তবুও ভুল থেকে জন্ম নেয় হাজারো মাশুল অকারণ...
রাতভর শেয়াল ডাকে
দিনভর ঘেউ ঘেউ করে পাহারাদার বিশ্বস্ত কুকুর...
তবুও কালের পা চাটে সুবিধাভোগী কিছু কিছু শুকুর!!