আজকাল মাঝেমধ্যেই আমার একদিনে তিনরাত হয়
অথবা একরাতে তিন, চার, পাঁচ কি ছয়দিন হয়
ওদের সবাই জীবন্ত নয়, কেউ কেউ মৃতও হয়.......!


তবুও
এভাবেই মেঘ ভেংগে ভাগ্যবান বৃষ্টির ফোঁটা হয়
পাথর, পাহাড়, নদী, সাগরের চতুর্মুখী সংগম হয়
আমারও পাড়ার ছেলেছোকরাদের হাতে হাতে মশাল
দেখে নিজেকে খুউব ভাগ্যবান ভাগ্যবান মনে হয়!!


ওরা যেন আধুনিক ছড়ার মতো ছন্দে ছন্দে ওড়ছে
ল্যাবরেটরিতে পোড়া রাসায়নিকের মতো বাতাসের
অলিগলিতে ঘুরছে
ওদের সামনে উড়ন্ত মুনিয়া পাখির বাসা আছে
বনবিড়ালের মতো সারিসারি বৃক্ষের অঢেল ছায়া আছে!


আমি যুক্তি আর মুক্তির মাঝামাঝি কিছু একটা খুঁজি
চেতন আর অবচেতনের মাঝখানে চেতনাকেও খুঁজি
তবুও আমি চাই....
পৈশাচিক পৈতৃক দেনার দায়ের প্রাক-বিমোচন হোক...
কোনোএক যুগসন্ধি ক্ষণে  ব্রহ্মপুত্রের যৌবন পুনর্বার ফিরে আসুক
তবুও উত্তরাধিকারের দুরন্ত লরিটার শাপান্ত হোক.....!!