কতোদিন গত হয়েছে শকুন দেখিনি
কেবল দিনদিন মানুষ গুলোর শকুন হওয়া দেখছি!


আগেকার শকুনেরা মৃতের মাংস খুবলে খুবলে খেতো
খাওয়ার আগে আশেপাশের হাল-হকিকতের খবর নিতো
আর আজিকার শকুন....
খাল খেয়েছে
বিল খেয়েছে
পাহাড়, নদী, ভূতল তাও খেয়েছে
তবুও ওদের রাক্ষুসে খিদের নিবৃত্তি নেই
যা ছিলো আগে, এখনও আছে সেই!!


এখন
দিন খাচ্ছে
রাত খাচ্ছে
হাসি খাচ্ছে
খুশি খাচ্ছে!
টক, ঝাল, আচার মিশিয়ে মুখের স্বাদ বাড়িয়ে নিচ্ছে
তবুও ওদের ক্ষুন্নিবৃত্তির নামগন্ধটিও নেই!