কী অদ্ভুত! সবকিছু কেমন জলের মাচায় বাঁধা
তবু নিয়ত খেলে যাই ক্যারাম, মোহ মায়ার ধাঁধা।
ছায়ার উপর ছায়া পড়ে নিকটবর্তী হয় কালো
বালির বাঁধের মতো ভেঙে যায় তবু জ্বালায় আলো!
ভণ্ড কে ভয় পাই ঠিক, তাই থাকি যত পারি দূর
জলেতে জলেতে টক্কর হলে কেমন লাগবে ঘোর!
সবকিছু হুড়মুড় করে যত পারে ভেঙে যায় যাক
যে মুরগীর আজ জন্ম হয়েছে, সেও শিখবে বাক!!