সবকিছু খুলে দাও
কেউ আছো দেখার...অপরিচিতার রোজনামচা?
৭ থেকে ৭৮৬!
পরিচিত দিন গুলির রাত হয়ে উঠার উপকথা
বাড়ন্ত জলের বয়স...
যেখানে-সেখানে যেমন ইচ্ছা ছড়িয়ে পড়া কুহেলিকা?
দেখার কেউ নাই.. না থাকুক!
আমিও লিখবো যাচ্ছেতাই কালের নির্মম পাদটীকা!


সবকিছু খুলে দাও...... সোজা
হাতমোজা, পা মোজা
ঘরের সমস্ত দরজা-জানালা
নাক-মুখের সাড়ে তিন ইঞ্চি আটি
শার্টের সকল বোতাম,  রুপকথার শীতলপাটি!


আরও খুলে দাও
রিকশার হুড, শো-রুমের খেয়ালি কপাট
খুলে দাও বাজুবন্ধে আছে যত উল্কি আঁকা
ঘোৎ ঘোৎ করে চলে যতো কালের চাকা!


কেউ কি জানো..... এরপর কী?
আমি অনেকদিন চিল দেখি না
আমি অনেকদিন শকুন দেখি না!!!