গতকাল একটা অর্ডিনারি ভুল ফুল হয়েছিল,
হয়েছিল নামি-দামি দৈনিকের সুগন্ধি খবর, আর
আজ রাতের চোখ খুলতে না খুলতেই দেখি
ইতিহাস মানেই কেবল সাক্ষাৎ গণকবর..!


তবুও পথিক পাথর হয়, পথিককে পাথর কখনও
হতে হয় তেলাপোকা চোখ; নামগন্ধহীন অনুভবে
অনুবাদ করে নিতে হয় প্রেয়সীর মুখ, বুক, চিবুক!


কেউ কেউ বলে থাকেন এসব আসলে নির্মম চাবুক..
বলতেই পারেন..জিবরাইলের সহজাত ডানা;
আমি ভাবছি অন্যরকম-- কিছু কিছু ভুল ফুল
হলেও সব ভুলই নয় ফুল;  পাহাড়ের চুড়ায় বসে
নিচে লাফ দিলে কার না গোনতে হয় মাশুল..?


খেলা সে সেমিফাইনাল হোক অথবা ফাইনালই
হোক; অনুবাদ পাঠে কেউ কম যান না..
তাই চলতে থাকুক ধূমায়িত চায়ের কাপে ইতিহাস
একদিন সবকিছু সঠিক বুঝে নিবে সখিনার
খোয়াবের পাতিহাঁস!!