অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে...
শব্দের কালাপাহাড়, বাক্যের দেনাদার, পাওনাদার
কেবল এতোটুকু বুঝা যাচ্ছে না-
জল ও জলাঞ্জলি এই দুইয়ের কোনটা কার?


আজকাল মাঝেমধ্যে অতিশয় আর নিরতিশয়
এদের পার্থক্য খুঁজি, এদের একজন আরেকজনকে কখন অতিক্রম করে যায়.. সেই পৃথিবী খুঁজি!


তবুও কিছু কিছু একগুঁয়ে শব্দ আজও কংকালসার
কেউ কেউ আবার পরিত্যাক্ত গণতন্ত্রের মতো অসার
বাকিদের কারো বিশাল ভেঁপু, অজগরের মতোন
ভুরি, এদের হাত ধরেই আজ হচ্ছে বেশি স্বর্গ চুরি!!