রাইত পোহালেই যে কবিতার প্রসব হত জ্বর
সে-ই এখন আজিব অন্ধকার রাইতের ঘর!
সখিনা তবুও রোজ রাইতে চিল্লাইতে চিল্লাইতে
কয়-" সবাই তোরা কেবল সুখ নিবার চাস
দুঃখগুলো কেবল আমার বাড়িত পড়ে রয়!


জানস, আমারও অনেক অনেক সুখ আছে
এই যেমনঃ দাঁত ব্যথার সুখ
মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়ার সুখ
নিত্য রাইতে একলা একলা থাকবার সুখ!


হুন, তবুও আমার কোনো দুঃখ নেই...
একদিন পাহাড় ছিলাম আর অহন পাথর
তোরা চোখ-মুখে মেখে নে সুবাসিত আতর!
-------------------