অনেকদিন এখানে কোনো চাষাবাদ নেই
তবুও কাড়িকাড়ি ফসল দিগন্ত জোড়া
তবে কি আমিও কালের স্রোতে ভাসতে থাকা
কোনো এক পাগলা ঘোড়া?


বোদ্ধা নামের অন্তরালে আসলে লুকিয়ে আছে
এক নাবালক শব্দচাষা; সমস্ত অন্তরাত্মা জুড়ে
কেবল ঘাতক লোভ আর প্রলোভনের বাসা।


তবুও.....
আমি চাই একদিন না একদিন কাটা পড়ুক
টিকটিকির লেজ, আসন্ন বর্ষায় আচম্বিত
ভেসে যাক নাদান তেলাপোকার তেজ!!