তদানীং আমরা সবাই ধোয়া তুলসীপাতা
যদিও দাঁত মাজি না, হাত ধুই না
নাক আর সর্দির ফারাক খুঁজি না
তবুও আমরা সবাই ধোয়া তুলসীপাতা!


আমি ভাবি ভবিতব্য
কোথায় আছি আর কোথায় গন্তব্য!
এই ইস্টিশনটা বড় বেশি ব্যস্ত
যদিও চাবির গোছা অন্যকারো হাতে ন্যস্ত!


আচ্ছা কুসুম,
তুলসীপাতা আর জারুলপাতার পার্থক্য কী?
বেচারি কুসুম বলল,
এই যেমন অন্তরে সর্দি আর বাইরে ঘি!!