আজকাল সবকিছু না হলেও অনেককিছুই
ব্রেকার আর ব্রোকার....
গাছ থেকে তাল পড়লে যেমন
বরফ গলে জল হতেও তেমন!


ইদানিং ইট আর সুড়কির পার্থক্য যেমন বুঝি না
তেমনি বুঝি না উনিশ আর বিশ
বাহির বারান্দায় অঢেল কাঁচাসোনা পড়ে আছে
যার যতো খুশি......কুঁড়িয়ে নিস!


দেখতে ভীষণ সুন্দর হলেও সেই ফলটার নাম
শুনেছি মাকাল
ব্রেকার, ব্রোকার আর ট্রেকার ছাড়া... বাকি
সবকিছুতেই নাকি কেবল আকাল আর আকাল!!