কবিতা লিখতে লিখতে যতোটা না...
পড়তে পড়তে অনুভূতি ভোঁতা হওয়ার দশা
আজ সারাদিন কামুক রোদের মুখ দেখিনি
তবুও যথেচ্ছা জীবন চলে যাচ্ছে ছা-পোষা!


তবুও থেমে নেই শতছিন্ন হতচ্ছাড়ি মেঘের
টিকটিকির মতো রাজসিক আনাগোনা
চোখ না খুলেই স্পষ্ট দেখতে পাওয়া যায়
বাতায়ন পাশেই ঘুরছে অবাক পোস্তদানা!


তবুও আশার প্রেমকাঁটাদের নিভিয়ে দিইনি
তবুও অচল নামটা এখনো দিইনি জলাঞ্জলি
মেঘের পাশা উল্টে যদি হঠাৎ দেখা যায়
পুরাকালের নীরব সাক্ষী সেই গীতাঞ্জলি.!!


কেউ জানো, কেনো এমনতর বেলা হয়...?
উপমা দিয়ে চিরসত্যকে আড়াল করতে হয়?
তবে কি আজ থেকেই ইস্তফা কবিতা লেখা?
ভালো থাকুক, চোরা চোখ.  দেখা-অদেখা!!